বগুড়ায় বিএনপিসহ দুই শতাধিক নেতা-কর্মীর আ.লীগে যোগদান
আলোকিত প্রতিবেদক : বগুড়ায় বিএনপিসহ বিভিন্ন দলের দুই শতাধিক নেতা-কর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন।
শুক্রবার বিকেলে শহরের মানিকচক বন্দরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহর আওয়ামী লীগের আহ্বায়ক রফি নেওয়াজ খান রবিন ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সুফিয়ান সফিক।
অনুষ্ঠানে ১৯ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি শহিদুল ইসলাম খোকা, ডা. শাহিদুল ইসলাম, কৃষক দলের নেতা মরিচ মিয়া শেখ, সহিদুল ইসলাম বুলেট ও দুলাল প্রামাণিকসহ বিভিন্ন দলের দুই শতাধিক নেতা-কর্মী প্রধান অতিথির হাতে ক্রেস্ট ও ফুলের তোড়া দিয়ে আওয়ামী লীগে যোগ দেন।