বাসায় সয়াবিন তেলের মজুত, সাবেক কৃষি কর্মকর্তা গ্রেফতার

আলোকিত প্রতিবেদক : রাজধানীর বিভিন্ন দোকান থেকে ৫১২ লিটার সয়াবিন তেল কিনে লালমাটিয়া এলাকার বাসায় মজুত করেছিলেন সাবেক কৃষি কর্মকর্তা লায়েকুজ্জামান।

মোহাম্মদপুর থানা পুলিশ শুক্রবার রাতে তাকে গ্রেফতারের পর শনিবার দুপুরে তেজগাঁও জোনের উপ-কমিশনার বিপ্লব কুমার সরকার সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

তিনি বলেন, ব্যক্তিগতভাবে লাভবান হতে এবং বাজারে তেলের কৃত্রিম সংকট সৃষ্টির উদ্দেশে এই মজুতদারি। এটা ফৌজদারি অপরাধ।

লায়েকুজ্জামান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে উপ-সহকারী পদে চাকরি করতেন। তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্য আদালতে সাত দিনের রিমান্ড চাওয়া হবে।

ডিসি বিপ্লব কুমার আরও বলেন, আমাদের আওতাধীন মার্কেটগুলো প্রতিনিয়ত প্রকাশ্যে ও গোপনে পর্যবেক্ষণ করছি। যখনই কোন সংবাদ পাই, তখনই অভিযান পরিচালনা করা হয়।

আরও খবর