পহেলা বৈশাখে বিভিন্ন মূর্তি নিয়ে মঙ্গল শোভাযাত্রা ইসলাম বিরোধী : হেফাজত

আলোকিত প্রতিবেদক : পহেলা বৈশাখ পালনের নামে বিভিন্ন জীবজন্তুর মূর্তি নিয়ে মঙ্গল শোভাযাত্রা, মুখে উল্কি আঁকা এবং নারী-পুরুষের অবাধ বিচরণকে অনৈসলামিক ও বিজাতীয় সংস্কৃতি বলে আখ্যায়িত করেছে হেফাজতে ইসলাম।

এসব থেকে দূরে থাকতে মুসলিম জনসাধারণের প্রতি আহ্বান জানানো হয়েছে।

গত বছর বর্ষবরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিসহ কয়েকটি এলাকায় যৌন নির্যাতনের বিষয়টি স্মরণ করিয়ে এবারের বৈশাখ উদযাপন অনুষ্ঠানে নারীদের অংশ না নেওয়ারও পরামর্শ দেওয়া হয়।

সোমবার সন্ধ্যায় এক বিবৃতিতে সংগঠনটির কেন্দ্রীয় নেতারা বলেন, বর্ষবরণের নামে মূলত মুসলমানদের ঈমান-আকিদা বিরোধী ভিনদেশি হিন্দুত্ববাদী সংস্কৃতির প্রসার ঘটানোর চেষ্টা চলছে। নতুন বছরের প্রথম দিন বাঘ, ভাল্লুক, সাপ, বিচ্ছু, কুমির ও বিভিন্ন দেব-দেবীর বড় বড় মূর্তি, ছবি ও মুখোশ নিয়ে মঙ্গল শোভাযাত্রা করা হয়। এখানে কার কাছে নতুন বছরের মঙ্গল ও কল্যাণ কামনা করা হচ্ছে?

ইসলামের বিশ্বাসমতে কোন জীবজন্তু, বন্যপ্রাণী ও দেব-দেবীর মূর্তির কাছে কল্যাণ ও মঙ্গল কামনা করলে ঈমান থাকবে না।

তারা বলেন, মুসলমানদের বিশ্বাসমতে ভাল-মন্দ, মঙ্গল-অমঙ্গল সব কিছুই আল্লাহর হুকুমে সংঘটিত হয়ে থাকে।

মুসলমানদেরকে কল্যাণ ও মঙ্গল কামনা করতে হবে একমাত্র আল্লাহর কাছেই।