শেখ ফাহিমের কবিতা ‘তোমাকে দেখার পর’
তোমাকে দেখার পর
-সাইফুদ্দিন শেখ ফাহিম
তোমাকে দেখার পর
আমার ক্রোধ, বিস্ময় আর চোখ দুটো শীতল
কঠিন কংক্রিট হৃদয়
পরিণত মোমের আলতো আস্তরণে।
যেন সৃষ্টিলগ্ন হতে আমি
ভোরের শিশির জলে স্নান করছি আহ্লাদে
তোমাকে দেখার পর
আমার পৃথিবী সেজেছে ফুলে ফুলে।
আমার সমস্ত স্বপ্নে এখন রংধনুর রং
তোমাকে দেখার পর
যেন জন্মলগ্ন থেকে সমস্ত যন্ত্রণা
শরতের কাশফুলের কোমল স্পর্শে পরিণত।
তোমাকে দেখার পর
চারপাশে বইছে চন্দন, জাফরানের সুবাস
সমস্ত অশান্তির এখন অন্ধকার কারাবাস
কোলাহল আর নরক রোদে পরিণত।
নিঃশব্দ নির্জন নিশিতে
তোমাকে দেখার পর
জোৎস্নার তাবৎ আলো আমার মনের ঘরে
বুকে নিয়ে ঘুমানো স্বপ্নে বদলে গেছি আজ।