কালীগঞ্জে ১৩ ভারতীয় ইয়ারগানসহ ৩ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার
মানিক ঘোষ, ঝিনাইদহ : ঝিনাইদহের কালীগঞ্জে ১৩ ভারতীয় ইয়ারগানসহ তিন অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার সকাল আটটার দিকে কালীগঞ্জ পৌর এলাকার রেলগেট থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
তারা হলেন যশোরের চৌগাছা উপজেলার আন্দরিয়া গ্রামের মৃত আশরাফুলের ছেলে ইখতার উদ্দিন, আমিনুরের ছেলে আসাদ আলী ও আশাদুলের ছেলে জসিম উদ্দিন।
কালীগঞ্জ থানার ওসি আমিনুল ইসলাম বলেন, আমরা সকালে কোটচাঁদপুর থানা পুলিশের কাছ থেকে জানতে পারি যে অস্ত্র ব্যবসায়ীরা একটি মাইক্রোবাসে করে অস্ত্র নিয়ে কালীগঞ্জের দিকে আসছে।
পরে এসআই মাজেদুল ইসলামের নেতৃত্বে পুলিশ রেলগেটে গিয়ে মাইক্রোবাসটি আটক করে।
এ সময় গাড়িতে থাকা অস্ত্র ব্যবসায়ীরা নেমে দৌড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ প্রায় দুই কিলোমিটার দৌড়ে তাদেরকে গ্রেফতার করে।
ওসি আরও জানান, গ্রেফতারকৃতরা জানিয়েছে, তারা মহেশপুর বর্ডার থেকে অস্ত্রগুলো কিনে যশোরের চৌগাছা ও কোটচাঁদপুরে বিক্রির জন্য নিয়ে যাচ্ছিল।