কাপাসিয়ায় জনতা ব্যাংকের শাখা উদ্বোধন

কাপাসিয়া প্রতিনিধি : গাজীপুরের কাপাসিয়ায় জনতা ব্যাংকের ৯২১তম শাখা উদ্বোধন করা হয়েছে।

কাপাসিয়া বাসট্যান্ড সংলগ্ন রশিদ মিয়া প্লাজায় বহুল প্রত্যাশিত শাখাটির উদ্বোধন করা হয়।

এতে জনতা ব্যাংকের মহাব্যবস্থাপক (ঢাকা উত্তর) রমজান বাহারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য সিমিন হোসেন রিমি।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বীর মুক্তিযোদ্ধা আবদুছ ছালাম আজাদ, উপজেলা চেয়ারম্যান আমানত হোসেন খান, ব্যাংক কর্মকর্তা কামরুল আহসান, আবদুল্লাহ আল মামুন, বিশ্বজিৎ কর্মকার, নূরুল আলম, মোস্তাফিজুর রহমান মাওদুদী, মেহের সুলতানা, মাহমুদুল হাসান, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম প্রমুখ।

এমপি রিমি বলেন, জনতা ব্যাংক আমাদের বিশ্বস্ত প্রতিষ্ঠান। গ্রাহক সেবায় সততা এবং আন্তরিকতা বজায় রাখতে হবে।

আরও খবর