ফখরুল ও আব্বাসসহ ২২৪ জনের জামিন নামঞ্জুর

আলোকিত প্রতিবেদক : পল্টন থানার মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ ২২৪ জনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

সোমবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শফি উদ্দিন এ আদেশ দেন।

মির্জা ফখরুলের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন বিষয়টি সাংবাদিকদের জানান।

গ্রেফতারকৃত নেতাদের মধ্যে রয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম প্রমুখ।

এর আগে গত বৃহস্পতিবার রাতে মির্জা ফখরুলকে উত্তরার বাসা থেকে ও মির্জা আব্বাসকে শাহজাহানপুরের বাসা থেকে আটক করে ডিবি।

পরে তাদেরকে পুলিশের ওপর হামলায় উস্কানি ও পরিকল্পনার অভিযোগে করা মামলায় গ্রেফতার দেখানো হয়।

আরও খবর