জাতির উদ্দেশে ভাষণ : দেশকে উন্নত করার প্রত্যয় প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমি ২০০৮ সালে বলেছিলাম, ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে উন্নীত করব। আমরা নিম্ন মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছি। ২০২১ সালের আগেই আমরা মধ্যম আয়ের দেশে পরিণত হব।

আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের দুই বছর পূর্তি উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন।

প্রধানমন্ত্রী বলেন, আশাবাদী ও আত্মবিশ্বাসী দেশবাসীকে সঙ্গে নিয়ে বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশ এবং সমৃদ্ধ ও উন্নত দেশে পরিণত করব।

তিনি জনগণের সর্বাত্মক সহযোগিতা কামনা করে বলেন, আমাদের লক্ষ্য দেশের মানুষের জন্য কাজ করা। তাদের ভাগ্যের পরিবর্তন করা।

প্রধানমন্ত্রী বলেন, প্রায় ২৮ হাজার কোটি টাকা ব্যয়ে নিজস্ব অর্থায়নে দেশের ইতিহাসের বৃহত্তম পদ্মা সেতুর কাজ চলছে। ২০১৮ সালের মধ্যে পদ্মা সেতু দিয়ে যানবাহন চলাচল করবে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১টি জেলার মানুষের ভাগ্যের উন্নয়ন হবে।