দুই নারীর পেটে ইয়াবার কলা : হাসপাতালে নিয়ে ১৮৫০ পিস উদ্ধার!
নিজস্ব প্রতিবেদক : গত ২৬ জানুয়ারি রাজধানীর মতিঝিল এলাকা থেকে দুই নারীকে গ্রেফতার করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা।
প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে তাদের এক্স-রে করানো হয়।
এতে দুজনের পেটে ইয়াবা থাকার বিষয়টি ধরা পড়ে।
পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের সহায়তায় দুই দিনে দুই নারীর মলের সঙ্গে ৭৪টি ইয়াবার প্যাকেট বের হয়।
প্যাকেটগুলো থেকে এক হাজার ৮৫০ পিস ইয়াবা জব্দ করা হয়।
শুক্রবার আদালতে দেওয়া জবানবন্দিতে ওই দুই নারী বলেন, ইয়াবার মালিক টেকনাফের লালু ও আলেয়া। ইয়াবাগুলো প্রথমে স্কচটেপ দিয়ে মুড়িয়ে প্যাকেট করা হয়। পরে তা কলার মধ্যে ঢোকানো হয়। ওই কলা তারা গিলে খান। এভাবে ইয়াবা টেকনাফ থেকে ঢাকায় আনা হয়।
তারা আদালতকে আরও বলেন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে এই পদ্ধতিতে ইয়াবা এনেছেন। তাদেরকে পাঁচ হাজার টাকা দেওয়ার কথা ছিল।