অস্ট্রেলিয়ায় বিষধর সাপকে জালে আটকে কামড়ে মারল মাকড়সা!

ডেস্ক নিউজ : সাপ-বেজির লড়াই পুরনো কথা।

তবে সাপ-মাকড়সার লড়াইটি বিরল।

এমনই একটি ঘটনা ঘটেছে অস্ট্রেলিয়ায়।

ঘটনাস্থল সিডনি থেকে ৪০০ কিলোমিটার দূরের উইটহাল এলাকা।

এএফপির খবরে বলা হয়, সেখানে বাদামি রঙের একটি বিষধর সাপকে জালে আটকে কামড়ে মেরেছে দীর্ঘপদী মাকড়সা।

সম্প্রতি ঘটা ওই ঘটনাটির ছবি তুলে ফেসবুকে আপলোড করেছেন স্থানীয় কৃষক প্যাট্রিক।

প্যাট্রিক এএফপিকে বলেন, লম্বা পাবিশিষ্ট ওই মাকড়সার জালে আটকানো সাপের ছবিটি তিনি যখন তুলেন, তখন সাপটি মারা গিয়েছিল।

অস্ট্রেলিয়ান মিউজিয়ামের কর্মকর্তা গ্রাহাম মিলেজ এবিসি নিউজকে বলেন, সম্ভবত মাকড়সার জালে আটকে গিয়েছিল সাপটি। পরে মাকড়সা জাল দিয়ে এটিকে মুড়িয়ে ফেলে কামড় বসাতে শুরু করে।