কাপাসিয়ায় শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক : আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কাপাসিয়ায় শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার উপজেলার বেলাশী প্রগতি একাডেমিতে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
এতে গাজীপুর ক্যাডেট একাডেমি, আমরাইদ কিন্ডারগার্টেন, রাজেন্দ্রপুর পাবলিক স্কুল এন্ড কলেজ, হাতেখড়ি স্কুল ও আল-হেরা বিদ্যানিকেতনসহ নয়টি শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিশু শিক্ষার্থী অংশগ্রহণ করে।
এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আতাউর রহমান, রেজাউল হক বিএম কলেজের অধ্যক্ষ বদরুজ্জামান পারভেজ, সাংবাদিক নূরুল আমীন সিকদার, বেলাশী প্রগতি একাডেমির প্রধান শিক্ষক মনজুরুল হক, ইউপি মেম্বার মো. বিপ্লব, সাংবাদিক আসাদুল্লাহ মাসুম, আকতার হোসেন, মোজাম্মেল হক সিকদার, লাভলী সুলতানা ও মো. টিটু।
চিত্রাঙ্কনের বিষয় ছিল : জাতীয় পতাকা, স্মৃতিসৌধ, শহীদ মিনার, তাজউদ্দীন আহমদ, একটি বাড়ি একটি খামার, কম্পিউটার, নদী, দোয়েল, শাপলা ও নিজ গ্রাম।