দায়িত্বে বসছেন গাজীপুর সিটি মেয়র মান্নান

আলোকিত প্রতিবেদক : গাজীপুর সিটি করপোরেশনের মেয়র এম এ মান্নানের পদে বসতে আর আইনি বাধা নেই।

তাকে সাময়িক বরখাস্তের আদেশ ছয় মাসের জন্য স্থগিত করে দেওয়া হাইকোর্টের রায় বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

বুধবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণের করা রিট আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন।

আদালতে মেয়র মান্নানের পক্ষে শুনানি করেন খন্দকার মাহবুব হোসেন। আর কিরণের পক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

জয়দেবপুর থানার নাশকতা মামলায় আদালতে চার্জশিট গৃহীত হওয়ায় গত বছরের ১৯ আগস্ট তাকে স্থানীয় সরকার মন্ত্রণালয় সাময়িক বরখাস্ত করে।

আরও খবর