হুমায়ুন আজাদকে হত্যার দায়ে ৪ জঙ্গির ফাঁসি

আলোকিত প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও লেখক হুমায়ুন আজাদকে হত্যার দায়ে চার জঙ্গির ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।

বুধবার ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ আল মামুন এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন মিজানুর রহমান ওরফে মিনহাজ, আনোয়ারুল আলম ওরফে শহীদ, সালেহীন ওরফে সালাহ উদ্দিন ও নূর মোহাম্মদ ওরফে শামীম।

তাদের মধ্যে জেএমবির শুরা সদস্য মিজানুর ও আনোয়ারুল কারাগারে আছেন। সালেহীন ও নূর মোহাম্মদ পলাতক রয়েছেন।

মামলা সূত্রে জানা যায়, ২০০৪ সালের ২৭ ফেব্রুয়ারি রাতে একুশে বইমেলা থেকে ফেরার পথে হুমায়ুন আজাদকে কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরে বিদেশে চিকিৎসা নেওয়ার পরও তিনি ১২ আগস্ট জার্মানিতে মারা যান।

আরও খবর