‘অনুসন্ধানী সাংবাদিকতায়’ অষ্টম বর্ষে আলোকিত নিউজ

রুবেল সরকার : নতুন কিছুর প্রত্যয়-এই স্লোগানে ২০১৫ সালের ১৩ আগস্ট আলোকিত নিউজের প্রাথমিক প্রস্তুতি শুরু হয়।

ঢাকার কাছে শিল্প অধ্যুষিত গাজীপুর জেলা থেকে অনুসন্ধানী অনলাইন নিউজ পোর্টাল হিসেবে গত সাত বছর ধরে পেশাদারিত্ব অটুট রেখেছি আমরা।

এই দীর্ঘ সময়ে পাঠক, পৃষ্ঠপোষক ও শুভানুধ্যায়ীদের ভালোবাসা এবং সহযোগিতায় এগিয়ে চলছে আলোকিত নিউজ।

আমরা সীমিত সম্পদ ও জনবলের ঐকান্তিক প্রচেষ্টায় দুর্নীতিবাজ ও লুটেরাদের মুখোশ উন্মোচন করছি।

স্রোতের বিপরীতে থেকে আলোকিত নিউজের সাহসী সাংবাদিকতাকে সাধুবাদ জানাচ্ছে প্রশাসনের একটি অংশসহ বিভিন্ন মহল।

আমরা বিভিন্ন সেক্টর নিয়ে কাজ করছি। তবে দেশ ও মানুষের কল্যাণে ‘অন্যতম গুরুত্বপূর্ণ’ বন ও পরিবেশ অগ্রাধিকার দিচ্ছি।

আলোকিত নিউজে প্রকাশিত বিভিন্ন তথ্যবহুল প্রতিবেদন আমলে নিয়ে স্থানীয় ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তদন্ত করছে, ব্যবস্থা নিচ্ছে। রহস্যজনক কারণে নীরবতা বা ঘটনা ধামাচাপা দেওয়া হলে ফলোআপ করা হচ্ছে।

এ পর্যন্ত বিঘার বিঘা বনভূমি দখলদারদের কবল থেকে রক্ষা পেয়েছে। আরও উদ্ধারের জন্য আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

দূষণ নিয়ন্ত্রণে বিভিন্ন কারখানাকে জরিমানা করা হয়েছে। একাধিক প্রতিষ্ঠান নিজেরা দূষণ প্রতিরোধমূলক ব্যবস্থাও গ্রহণ করেছে।

আমাদের যাত্রাপথ মসৃণ নয়। বিভিন্ন বাধা ও হুমকি-ধমকি যেন নিত্যসঙ্গী। একাধিক মিথ্যা মামলা দিয়ে কণ্ঠরোধেরও চেষ্টা করা হয়েছে।

আমরা চাই, দেশের সম্পদ ও পরিবেশ নিরাপদ থাকুক। সার্বিক বিষয়ে জনগণের কল্যাণ সাধিত হোক।

আলোকিত নিউজের অষ্টম বর্ষে পদাপর্ণের এই মাহেন্দ্রক্ষণে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মহান আল্লাহ সবার মঙ্গল করুন।

লেখক : সম্পাদক ও প্রকাশক, আলোকিত নিউজ ডটকম।

আরও খবর