চাপ ও ভয়ভীতির বিরুদ্ধে সঠিক জবাব অনুসন্ধানী সাংবাদিকতা
আলোকিত প্রতিবেদক : ঢাকায় এক সেমিনারে দেশি-বিদেশি সাংবাদিকরা বলেছেন, সাংবাদিকতায় চাপ আসে। অনেক সময় ভয়ভীতিও দেখানো হয়। সাংবাদিকতার চাপকে অস্বীকার করার উপায় নেই। এটা মেনে নিয়েই কাজ করতে হবে।
তারা বলেন, চাপ ও ভয়ভীতির বিরুদ্ধে সঠিক জবাব হতে পারে ভাল ও অনুসন্ধানী সাংবাদিকতা। মানুষ কী চায়, সেটা দেখতে হবে। তাদের মনের কথা বুঝতে হবে। গণমাধ্যম তাদের ভাষায় কথা বললে কোন চাপ কার্যকর হবে না।
তারা আরও বলেন, যত হুমকি বা চাপই আসুক না কেন, পেশাগত নীতি ও মূল্যবোধকে সমুন্নত রাখতে হবে। গণমাধ্যম যত বেশি গণমানুষের কাছে যাবে, তত বেশি জনপ্রিয় হবে এবং তাদের আস্থা অর্জনে সক্ষম হবে।
শনিবার রাজধানীর সোনারগাঁও হোটেলে ‘সাংবাদিকতার বর্তমান ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ’ শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেন।
১৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দৈনিক প্রথম আলো এই সেমিনারের আয়োজন করে।
এতে সঞ্চালকের দায়িত্ব পালন করেন ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম।