শ্রীপুরের কাওরাইদে ছাত্রলীগ নেতাকে পিটিয়ে হত্যা
নিজস্ব প্রতিবেদক, শ্রীপুর : গাজীপুরের শ্রীপুরে এক ছাত্রলীগ নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
উপজেলার কাওরাইদ ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।
নিহত নয়ন শেখ (২৭) বেলদিয়া এলাকার মৃত আবদুল কাদিরের ছেলে ও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি প্রার্থী ছিলেন।
অভিযুক্ত খায়রুল ইসলাম (৩৫) কাওরাইদ এলাকার জালাল মিয়ার ছেলে ও যুবলীগের সভাপতি প্রার্থী।
নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানান, খায়রুলের ছেলে অনুভব বৃহস্পতিবার দুপুরে কাওরাইদ কে এন উচ্চ বিদ্যালয় মাঠে ক্রিকেট খেলতে যায়। সেখানে বেলদিয়ার এক ছেলের সাথে ঝগড়া হয়। পরে নয়ন বাড়ি থেকে ডেকে এনে অনুভবকে আওয়ামী লীগ কার্যালয়ে মারধর করেন।
খবর পেয়ে খায়রুল আওয়ামী লীগ কার্যালয়ে গিয়ে তার ছেলেকে মারধরের কারণ জানতে চান। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে নয়নকে পিটিয়ে হত্যা করা হয়।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খোন্দকার ইমাম হোসেন জানান, নিহতের লাশ উদ্ধার করে রাতেই শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।