টঙ্গীর ক্যাথারসিস হাসপাতালে রোগীর মৃত্যু : জনতার ভাঙচুর

আলোকিত প্রতিবেদক : গাজীপুর মহানগরীর টঙ্গীর শিলমুন এলাকার ক্যাথারসিস মেডিকেল সেন্টারে ভুল চিকিৎসায় এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে।

নিহত সেলিম চৌধুরী (৩২) টঙ্গীর গোপালপুর এলাকার মোহাম্মদ আলীর ছেলে।

এ ঘটনায় হাসপাতালটিতে ভাঙচুর চালিয়েছেন বিক্ষুব্ধ জনতা।

নিহতের স্বজনরা জানান, সেলিম গত শনিবার বিকেলে ক্যাথারসিস হাসপাতালে ভর্তি হন। রবিবার রাতে তার পিত্তথলির পাথর অপসারণে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের সার্জন আহমেদ উজ জামান অস্ত্রোপচার করেন।

সোমবার সকালে অবস্থার অবনতি হলে চিকিৎসকের নির্দেশে সেলিমকে হাসপাতালের আইসিইউতে নেওয়ার পর তার মৃত্যু হয়।

খবর পেয়ে টঙ্গী থানার ওসি ফিরোজ তালুকদার হাসপাতালে গিয়ে আপোস প্রক্রিয়া করেন।

পরে স্থানীয় জনতা হাসপাতালের একটি মোটরসাইকেল, প্রাইভেটকার ও অ্যাম্বুলেন্স ভাঙচুর করেন।

হাসপাতালের ম্যানেজার ডি কে ভট্টাচার্য্য বলেন, ভুল হতেই পারে। এটা বিচ্ছিন্ন ঘটনা।

আরও খবর