গাজীপুরের মনির হোসেন এপেক্স ক্লাবের প্রধান সমন্বয়কারী
আলোকিত প্রতিবেদক : আন্তর্জাতিক সেবা সংগঠন এপেক্স ক্লাব অব বাংলাদেশের পরিবেশ ও নদী সংরক্ষণ কমিটির প্রধান সমন্বয়কারী মনোনীত হয়েছেন মো. মনির হোসেন।
কক্সবাজারে এপেক্স বাংলাদেশের ৪২তম জাতীয় সম্মেলনে তাকে এ পদে মনোনীত করা হয়।
সম্মেলনে বাংলাদেশসহ বিশ্বের সাতটি দেশের প্রায় ১২০০ এপেক্সিয়ান অংশগ্রহণ করেন।
এতে সভাপতিত্ব করেন এপেক্স বাংলাদেশের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন শেবুল।
এপেক্সের মাতৃভূমি অস্ট্রেলিয়ার জিলং শহর হলেও বাংলাদেশে যাত্রা শুরু হয় ১৯৬১ সালে।
সারা দেশে এর ১২০টি ক্লাব ও চার হাজারের বেশি সদস্য রয়েছেন।
মনির হোসেন আগে এপেক্স বাংলাদেশের মুখপত্র এপেক্স বার্তার সম্পাদক হিসেবে ও এপেক্স ক্লাব অব গাজীপুরের সভাপতির দায়িত্ব পালন করেন।
এ ছাড়া তিনি ২০১৫ সালে বর্ষসেরা সভাপতি ও জেলা পর্যায়ে সেরা এপেক্সিয়ান নির্বাচিত হন।
মনির হোসেন বাংলাদেশ নদী পরিব্রাজক দলের কেন্দ্রীয় সভাপতি এবং হংকংভিত্তিক এশিয়া প্যাসিফিক ক্যামিকেল, বায়োলজিক্যাল এন্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং সোসাইটিরও সদস্য।