বর্ষবরণ : ছায়ানটের গানে-কবিতায় মানবতার মর্মবাণী
আলোকিত প্রতিবেদক : বাংলা দিনপঞ্জিকায় শুরু হয়েছে ১৪২৩ সনের দিন গণনা।
নতুন সূর্য অশুভকে ঝেড়ে সুন্দরকে আহ্বান জানাচ্ছে।
স্বাগত বাংলা নববর্ষ।
ঐতিহ্য অনুযায়ী বৃহস্পতিবার ভোরে রমনা বটমূলে নতুন বছরকে বরণ করে নিয়েছে ছায়ানট।
এবার তাদের বর্ষবরণের বিষয় ছিল মানবতা।
তাই গানে ও কবিতায় মানবতার মর্মবাণী ফুটে উঠেছে।
তাগিদ দেওয়া হয়েছে বাঙালি জাতিকে নতুন করে জেগে ওঠার।
অনুষ্ঠানে প্রায় ১৫০ জন শিল্পী অংশগ্রহণ করেন।
বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সমাগম ঘটে।