চট্টগ্রামে কুকুর লেলিয়ে হিমু হত্যা মামলায় ৫ জনের ফাঁসি
আলোকিত প্রতিবেদক : চট্টগ্রামে বিদেশি হিংস্র কুকুর লেলিয়ে ‘এ’ লেভেলের ছাত্র হিমাদ্রী মজুমদার হিমু হত্যা মামলায় পাঁচজনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।
রবিবার বিকেলে চট্টগ্রামের অতিরিক্ত মহানগর দায়রা জজ নুরুল ইসলাম এ রায় ঘোষণা করেন।
দন্ডপ্রাপ্তরা হলেন : ব্যবসায়ী শাহ সেলিম টিপু, তার ছেলে জুনায়েদ আহমেদ রিয়াদ, রিয়াদের বন্ধু জাহিদুর রহমান শাওন, শাহাদাত হোসেন সাজু ও মাহবুব আলী ড্যানি।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অনুপম চক্রবর্তী বিষয়টি সাংবাদিকদের জানান।
২০১২ সালের ২৭ এপ্রিল নগরীর পাঁচলাইশ আবাসিক এলাকায় টিপুর বাড়ির ছাদে হিমুকে কুকুর লেলিয়ে আক্রমণ ও ধাক্কা দিয়ে নিচে ফেলে দেওয়া হয়।
পরে ঢাকার একটি হাসপাতালে তিনি ২৬ দিন পর মারা যান।