পরীমনির মাদক মামলার বিচার কাজ চলবে জজ আদালতে
আলোকিত প্রতিবেদক : চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে দায়েরকৃত মাদক মামলার বিচার কাজ চলবে মহানগর দায়রা জজ আদালতে।
বৃহস্পতিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এ আদেশ দেন।
পরীমনির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সাংবাদিকদের এ তথ্য জানান।
এর আগে গত ৪ অক্টোবর পরীমনি এবং তার দুই সহযোগী আশরাফুল ইসলাম ও কবির হোসেনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে সিআইডি।
এতে বলা হয়, পরীমনির বাসা থেকে জব্দ করা মাদকদ্রব্যের বৈধ কোন কাগজপত্র ছিল না। তার মদ-জাতীয় পানীয় সেবনের লাইসেন্সের মেয়াদও গত বছরের ৩০ জুন শেষ হয়েছে।
পরীমনি সহযোগীদের মাধ্যমে বিভিন্ন স্থান থেকে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করে বাসায় রেখেছিলেন। তার গাড়িও মাদক বহনের কাজে ব্যবহার করা হত।