গাজীপুরের কাশিমপুর ভূমি অফিস থেকে দালালদের বিতাড়িত
আলোকিত প্রতিবেদক : গাজীপুরের কাশিমপুর ভূমি অফিসের ভেতর থেকে উমেদার নামধারী দালালদের বিতাড়িত করা হয়েছে।
টঙ্গী রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) জিল্লুর রহমান আলোকিত নিউজকে এ তথ্য জানান।
এর আগে গত ১৫ নভেম্বর ও ২৯ নভেম্বর অফিসটির ঘুষ-দুর্নীতি নিয়ে আলোকিত নিউজ ডটকমে প্রতিবেদন প্রকাশিত হয়।
এসিল্যান্ড জিল্লুর রহমান বলেন, আলোকিত নিউজের প্রতিবেদন দেখে তিনি কাশিমপুর ভূমি অফিসে গিয়ে উমেদার না রাখার ব্যাপারে কড়াকড়ি করেছেন। জেলা প্রশাসক আনিসুর রহমানও তাকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।
তিনি বলেন, মানুষ যাতে জমির নামজারি ও জমাভাগ করতে গিয়ে হয়রানির শিকার না হয়, সেটা আমি তদারকি করছি। ভূমি কর্মকর্তাদের সতর্ক করা হয়েছে। অভিযোগ উঠলে কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে।
উল্লেখ্য, আলোকিত নিউজে প্রথম প্রতিবেদন প্রকাশের পর বড় দালাল হিসেবে পরিচিত আল-আমিন, তারেক, আজাদ ও প্রবীর চন্দ্রকে অফিস থেকে চেয়ার-টেবিলসহ সরিয়ে দেওয়া হয়। দ্বিতীয় প্রতিবেদন প্রকাশের পর বাকি কয়েকজনকে সরানো হয়।
ওই দালালরা অফিসের ভেতরে সরকারি কর্মচারীর মত চেয়ার-টেবিলে বসে এবং ল্যাপটপ নিয়ে কাজ করছিলেন। তাদের মাধ্যমে খাজনা-খারিজ ও মিস কেসের প্রতিবেদন বাবদ ঘুষ লেনদেন হচ্ছিল।
ভূমি অফিস সূত্র জানায়, অফিসে বর্তমানে তিনজন কম্পিউটার অপারেটর ব্যতীত বাইরের লোক নেই। ওই তিনজন যাতে অফিসিয়াল কাজ ব্যতীত কারও সাথে খারিজের চুক্তি বা লেনদেন করতে না পারেন, সেটা নজরে রাখা হচ্ছে। অভিযোগ পেলে বের করে দেওয়া হবে।