যুদ্ধাপরাধী মীর কাসেমের শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি নজরুল ইসলাম
নিজস্ব প্রতিবেদক : যুদ্ধাপরাধী মীর কাসেম আলীর আপিল শুনানি থেকে সরে দাঁড়িয়েছেন সদ্য অবসরে যাওয়া বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী।
তিনি গত ১০ ফেব্রুয়ারি হাইকোর্ট বিভাগ থেকে অবসর নিয়ে মীর কাসেমের আইনজীবী হিসেবে নিযুক্ত হন।
সোমবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন পাঁচ সদস্যের বেঞ্চে তৃতীয় দিনের মত মীর কাসেমের মামলার আপিল শুনানি হয়।
এ সময় তিনি আসামি পক্ষের আইনজীবী থেকে নিজেকে প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দেন।
পরে নজরুল ইসলাম চৌধুরী সাংবাদিকদের বলেন, তিনি মীর কাসেমের আপিল শুনানিতে অংশ নিয়েছিলেন। তবে বৈরী পরিবেশের কারণে নিজেকে প্রত্যাহার করে নিতে বাধ্য হন।