রায়ের খসড়া ফাঁস : যুদ্ধাপরাধী সাকার স্ত্রী ও ছেলেসহ ৭ জনের বিচার শুরু
নিজস্ব প্রতিবেদক : যুদ্ধাপরাধের দায়ে ফাঁসির রায় কার্যকর হওয়া সালাউদ্দিন কাদের চৌধুরীর স্ত্রী ও ছেলেসহ সাতজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত।
রায়ের খসড়া কপি ফাঁসের ঘটনায় তথ্যপ্রযুক্তি আইনে ওই মামলা করা হয়।
সোমবার বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক কে এম সামসুল আলম মামলার অভিযোগ গঠন করেন।
এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে মামলার বিচার কাজ শুরু হল।
মামলা সূত্রে জানা যায়, মানবতাবিরোধী অপরাধের মামলায় ২০১৩ সালের ১ অক্টোবর বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাকা চৌধুরীকে ফাঁসির রায় দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। তবে রায়ের আগেই তার স্ত্রী ফারহাত কাদের চৌধুরী ও ছেলে হুম্মাম কাদের চৌধুরী কৌশলে রায় ফাঁস করে দেন।
মামলার অপর আসামিরা হলেন : সাকা চৌধুরীর ম্যানেজার মাহবুবুল হাসান, তার আইনজীবী ব্যারিস্টার ফখরুল ইসলাম ও মেহেদী হাসান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অফিস সহকারী ফারুক হোসেন ও পরিচ্ছন্নতাকর্মী নয়ন আলী।