টঙ্গীতে ৪৫ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ

আলোকিত প্রতিবেদক : গাজীপুরের টঙ্গী থেকে ৩০ টন নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর।

বুধবার দুপুর থেকে বিকেল পর্যন্ত চলা অভিযানে গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া ভূঁইয়া নেতৃত্ব দেন।

পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের পরিদর্শক মির্জা আসাদুল কিবরিয়া জানান, টঙ্গী বাজারের নূরজাহান মার্কেটের পলিথিন ব্যবসায়ী আলীর গুদামে অভিযান চালানো হয়। উপস্থিতি টের পেয়ে তিনি পালিয়ে যান।

পরে ম্যাজিস্ট্রেটের নির্দেশে গুদামের তালা ভেঙে ৩০ টন নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। যার বাজারমূল্য আনুমানিক ৪৫ লাখ টাকা।

ওই ব্যবসায়ীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপ-পরিচালক আবদুস সালাম সরকার।

আরও খবর