ঢাবি ছাত্রীর সাথে পুলিশের অশালীন আচরণ : অতঃপর ক্ষমা

আলোকিত প্রতিবেদক : পহেলা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় পুলিশ কনস্টেবল রুহুল আমিন একজন ছাত্রীর সাথে অশালীন আচরণ করার পর ক্ষমা চেয়েছেন।

প্রতিবাদী ওই ছাত্রীর নাম হাবিবা জান্নাত।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ছাত্রী ও ছাত্র ফেডারেশনের বিশ্ববিদ্যালয় শাখার সহ-সভাপতি।

ঘটনার পর অভিযোগ পেয়ে রাতেই বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এম আমজাদ আলীর সাথে তার কার্যালয়ে মহানগর পুলিশের যুগ্ম কমিশনার কৃষ্ণপদ রায়সহ রমনা জোনের পুলিশ কর্মকর্তাদের বৈঠক হয়।

এ সময় হাবিবার বন্ধু ও ছাত্র ফেডারেশনের নেতারা উপস্থিত ছিলেন।

বৈঠকে ঘটনার জন্য কনস্টেবল রুহুল আমিন দুঃখ প্রকাশ করে ক্ষমা চান।

অভিযোগ সূত্রে জানা যায়, সন্ধ্যা সাতটার দিকে বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী উদ্যান গেট এলাকায় হাবিবাসহ কয়েকজন দাঁড়িয়ে ছিলেন। এ সময় সেখানে দায়িত্বে থাকা কনস্টেবল রহুল আমিন আইজিপির গাড়ি যাবে বলে তাদের সরতে বলেন। এক পর্যায়ে তিনি হাবিবার সাথে অশালীন আচরণ ও তাকে উদ্দেশ্য করে কটূক্তি করেন।

আরও খবর