কচুয়ায় ইউএনওর পান্তা-ইলিশ খেয়ে ২৮ জন হাসপাতালে

আলোকিত প্রতিবেদক : পহেলা বৈশাখ উপলক্ষে বাগেরহাটের কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার পান্তা-ইলিশ খেয়ে অর্ধশতাধিক নারী-পুরুষ ও শিশু অসুস্থ হয়ে পড়েছেন।

এর মধ্যে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার দুপুর পর্যন্ত ২৮ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

তারা পেট ব্যথা, বমি ও পাতলা পায়খানাজনিত সমস্যায় ভুগছেন।

উপজেলার লেডিস ক্লাবে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, তাদের পরিবারের সদস্য, পুলিশ সদস্য, সাংবাদিক ও শিক্ষকসহ তিন শতাধিক গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।

উপজেলা সদরের একটি রেস্তোরাঁ থেকে খাবার সরবরাহ করা হয়েছিল। খাবারের তালিকায় ছিল পান্তা ভাত, ইলিশ মাছ, ডাল, আলু ভর্তা, চিংড়ি ভর্তা ও বেগুন ভাজি।

ঘটনাটি তদন্তে প্রশাসন তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে।

আরও খবর