সন্ত্রাসবিরোধী লড়াই ও উন্নয়ন সহযোগিতায় পাশে থাকবে জাপান
আলোকিত প্রতিবেদক : সন্ত্রাসবিরোধী লড়াই ও উন্নয়ন সহযোগিতায় বাংলাদেশের সাথে থাকার সংকল্প প্রকাশ করেছেন জাপানের প্রধানমন্ত্রী।
শুক্রবার মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটরের আসেম সম্মেলনের ফাঁকে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠক করেন।
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম আলোচনার বিষয়বস্তু সাংবাদিকদের কাছে তুলে ধরেন।
বৈঠকে শেখ হাসিনা জাপানের প্রধানমন্ত্রীকে বলেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশে ঘটে যাওয়া সন্ত্রাসী হামলার শেকড় খুঁজে বের করার চেষ্টা চলছে।
এ সময় গুলশান হামলায় আক্রান্ত ব্যক্তিদের পরিবারের প্রতি সহানুভূতি ও সংহতি দেখানোর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন জাপানের প্রধানমন্ত্রী।
সূত্র : বাসস।