মাস্টারপ্ল্যানের মাধ্যমে ব্যাপক উন্নয়নের পরিকল্পনা করেছি : মেয়র জাহাঙ্গীর

মাজহারুল ইসলাম : গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম বলেছেন, সিটির প্রায় ৬৭ বর্গকিলোমিটার এলাকাজুড়ে কাউলতিয়া। এই এলাকায় আমার জীবদ্দশায় তেমন কোন ভালো রাস্তাঘাট আগে দেখিনি।

তিনি বলেন, দায়িত্ব নেওয়ার পর মাস্টারপ্ল্যানের মাধ্যমে রাস্তাঘাটের ব্যাপক উন্নয়নের পরিকল্পনা গ্রহণ করেছি। এই এলাকার মানুষের যোগাযোগের সুবিধায় অনেক সড়ক নির্মাণ করা হয়েছে।

কাউলতিয়াকে অর্থনৈতিক জোন হিসেবে গড়ে তোলার ঘোষণা করেছি। সব ষড়যন্ত্র রুখে দিয়ে উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখব।

নগরীর কাউলতিয়ায় ১৯ ও ২০ ওয়ার্ডের সড়ক উন্নয়ন কাজের উদ্বোধনী অনুষ্ঠানের বক্তব্যে মেয়র এসব কথা বলেন।

তিনি বলেন, কাউলতিয়া পশ্চিম এলাকার মানুষ যাতে পূর্ব এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এবং প্রধান শহর জয়দেবপুরে উঠতে পারে, সেজন্য ৪০ ফুট প্রশস্ত রাস্তা করার উদ্যোগ গ্রহণ করেছি। আগামী ছয় মাসের মধ্যে কাজ সম্পন্ন হবে।

মেয়র বলেন, প্রত্যেকটি ওয়ার্ডে ১০ থেকে ২০ বিঘা জমিতে কবরস্থান করা হবে। ৬০ ফুট থেকে ৮০ ফুট প্রশস্ত রাস্তা করতে যাচ্ছি।

৪০ ফুটের ওপরে যেসব রাস্তা হবে, তা অ্যাকোয়ার করে করব। যাতে মানুষের কোন ক্ষতি না হয়।

জাহাঙ্গীর আলম আরও বলেন, প্রায় ৩০-৩২ হাজার বাড়িঘর সরিয়ে রাস্তাঘাট করে দিচ্ছি। গ্রামকে শহর করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী সার্বিক সহযোগিতা করছেন।

কাউলতিয়াতে ৩৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে যাচ্ছি। আবর্জনাকে প্রক্রিয়ার মাধ্যমে এই বিদ্যুৎ উৎপাদন করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট আমজাদ হোসেন বাবুল, শিল্প ও বাণিজ্য সম্পাদক বাছির উদ্দিন, উপদেষ্টামন্ডলীর সদস্য রিয়াজ মাহমুদ আয়নাল, সহ-দপ্তর সম্পাদক মাজহারুল ইসলাম, ওয়ার্ড কাউন্সিলর তানভীর আহমেদ, মনজুর হোসাইন, রফিকুল ইসলাম, কাদির মন্ডল, খোরশেদ আলম, ফারুক আহমেদ, মনিরুজ্জামান মনির, জাহাঙ্গীর আলম, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফাহিমা আক্তার হুসনা প্রমুখ।

আরও খবর