গাজীপুর হানাদার মুক্ত হয় ১৫ ডিসেম্বর

আলোকিত প্রতিবেদক : মহান মুক্তিযুদ্ধে ১৫ ডিসেম্বর গাজীপুর মুক্ত দিবস।

১৯৭১ সালের এই দিনে মুক্তিযোদ্ধাদের প্রবল আক্রমণের মুখে গাজীপুর ছেড়ে পালিয়ে যায় পাকিস্তানি হানাদার বাহিনী।

মুক্তিকামী গাজীপুরবাসী ১৯ মার্চ জয়দেবপুরে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলেন।

২৫ মার্চ রাতে পাক বাহিনী গণহত্যায় মেতে উঠলে গাজীপুরের শ্রমিক-জনতা গর্জে ওঠেন।

৩ ডিসেম্বর আক্রমণ জোরদার হয়। ১৩ ও ১৪ ডিসেম্বর মুক্তিযোদ্ধারা গাজীপুর সেনানিবাসে সম্মিলিত আক্রমণ চালান।

এতে পাক বাহিনী বিপর্যস্ত হয়ে পড়ে। তারা গাজীপুর ছেড়ে ঢাকায় পালিয়ে যাওয়া শুরু করে।

গাজীপুরের শিমুলতলীর সমরাস্ত্র কারখানা ও রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট থেকে হানাদাররা ঢাকার পথে চান্দনা চৌরাস্তায় জড়ো হয়।

আরও খবর