দেশে ৭০ লাখ মানুষ মাদকসেবী

নিউজ ডেস্ক : মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মো. আমির হোসেন বলেছেন, দেশের ৭০ লাখ মানুষ মাদক নিচ্ছে। এর বেশির ভাগই তরুণ। মাদক সেবনের এই ভয়াবহ বিস্তারের কারণ হল রাজনৈতিক দলের কিছু নেতা মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তাই মাদক নিয়ন্ত্রণে রাজনৈতিক দলগুলোর অঙ্গীকার প্রয়োজন।

শুক্রবার দুপুরে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার একুশে স্কুল মাঠে মাদকবিরোধী সমাবেশে তিনি এসব কথা বলেন।

অতিরিক্ত মহাপরিচালক বলেন, মাদক আসছে ভারত ও মিয়ানমার থেকে। এসব শুধু পুলিশ, বিজিবি, র‌্যাব বা প্রশাসন দিয়ে নিয়ন্ত্রণ করা যাবে না। এ জন্য সাধারণ মানুষকেও এগিয়ে আসতে হবে।

অধিদপ্তরের উপ-পরিচালক মানজুরুল ইসলাম বলেন, আগে যুবসমাজ হেরোইন সেবন করত। পরে ফেনসিডিল সেবন শুরু করে। বর্তমানে দেশে প্রতিদিন ৩০ লাখ মানুষ ইয়াবা সেবন করে।

আরও খবর