গাজীপুরে করিম রেডিমিক্সের বিরুদ্ধে ৫০ কোটি টাকার ক্ষতিসাধনের মামলা

আলোকিত প্রতিবেদক : গাজীপুরে বন্যপ্রাণীর অভয়ারণ্য এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা করিম রেডিমিক্সের বিরুদ্ধে ৫০ কোটি ৫৭ লাখ টাকার ক্ষতিসাধনের মামলা হয়েছে।

জাতীয় উদ্যান রেঞ্জের বাউপাড়া বিট কর্মকর্তা মোনায়েম হোসেন বন ও পরিবেশ-প্রতিবেশ ব্যবস্থার ক্ষতিসাধনের অভিযোগে এ মামলা করেন। মামলা নম্বর ৭।

মামলায় করিম গ্রুপের এই কারখানার ম্যানেজার সাইফুল ইসলাম ওরফে বাবুকে (৩২) আসামি করা হয়েছে।

এর আগে গত ১১ জানুয়ারি কোর জোনের বাউপাড়া এলাকায় কারখানা স্থাপন ও উৎপাদনের প্রস্তুতির ওপর আলোকিত নিউজ ডটকমে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়।

এ নিয়ে চলে ব্যাপক তোলপাড়। তৎপর হয় বন বিভাগ ও পরিবেশ অধিদপ্তর।

পরে গত ১৩ জানুয়ারি সহকারী বন সংরক্ষক শ্যামল কুমার ঘোষ ও জেলা পরিবেশ কার্যালয়ের সহকারী পরিচালক মাইনুল হকের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।

এ সময় ১০ বিঘা আয়তনের বিভিন্ন প্রান্তে লাল নিশান টানিয়ে কারখানা বন্ধের নির্দেশ দেওয়া হয়।

কারখানাটির তিন পাশে সংরক্ষিত বন। কাউলতিয়া রাস্তা থেকে প্রবেশের ১৫০ ফুট রাস্তাও বনভূমির ওপর দিয়ে নির্মাণ করা হয়েছে।

মালিক স্থানীয় বুলবুল আহমেদ গংয়ের কাছ থেকে ফসলি জমি ভাড়া নিয়ে গত চার মাস ধরে মাটি ও বালু ভরাট এবং প্লান্ট স্থাপনের কার্যক্রম চালাচ্ছিলেন।

বন বিভাগের সাথে যৌথ ডিমারকেশন, পরিবেশ অধিদপ্তরের অবস্থানগত ছাড়পত্র, শ্রেণি পরির্বতন সংক্রান্ত জেলা প্রশাসনের ছাড়পত্র-কোন কিছুরই তোয়াক্কা করেননি তারা।

আরও পড়ুন : গাজীপুরে ‘লাল নিশান টানিয়ে’ করিম ও মীর রেডিমিক্স বন্ধের নির্দেশ

আরও খবর