বিডিনিউজের সাংবাদিককে চাপাতি দিয়ে কোপাল ছাত্রলীগ!
নিজস্ব প্রতিবেদক : জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সভাপতি কাজী মোবারক হোসেনকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম করেছে ছাত্রলীগ।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের নিজস্ব প্রতিবেদক।
এ সময় বাধা দিতে গিয়ে বাংলামেইলের সাংবাদিক ইমরান আহমেদ অপু আহত হন।
হামলাকারী একজনকে হাতেনাতে ধরলেও জবি ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম তাকে জোর করে ছাড়িয়ে নেন।
পরে কাজী মোবারককে উদ্ধার করে মিডফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়।
আহতরা জানান, সোমবার বিকেল তিনটার দিকে তারা জবি ক্যাম্পাস থেকে বের হয়ে প্রধান ফটকের সামনে গেলে ছাত্রলীগের পাঁচজন কর্মী তাদের ওপর হামলা করেন।
হামলাকারী একজন হলেন আইন বিভাগের নবম ব্যাচের ছাত্র ইমরান বিশ্বাস।
তিনি চাপাতি দিয়ে মোবারকের মাথায় কোপ দেন। কোপটি তার মাথায় না লেগে ডান চোখের ওপরে লাগে।
এ ব্যাপারে কোতোয়ালি থানার ওসি আবুল হাসান বলেন, এ ঘটনায় হত্যাচেষ্টা মামলা করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে।