কাপাসিয়ায় গণতন্ত্রী পার্টির ভাষা দিবসের আলোচনা
আলোকিত প্রতিবেদক : গাজীপুরের কাপাসিয়ায় গণতন্ত্রী পার্টির উদ্যোগে একুশে ফেব্রুয়ারি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে পার্টির উপজেলা শহরস্থ কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্টির প্রেসিডিয়াম সদস্য ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার।
সভায় ভাষা শহীদ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার স্মরণে এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রয়াত প্রো-ভিসি ডা. এ এস এম জাকারিয়া স্বপনের মৃত্যুতে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়।
প্রধান অতিথির তার বক্তব্যে বলেন, একুশের চেতনা আমাদের মাঝে উজ্জ্বল হয়ে আছে। বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে আমরা বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারব।
রেজাউল করিম খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবদুল আলীমের পরিচালনায় বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক উৎপল বণিক, সমাজকল্যাণ সম্পাদক নিমাই চন্দ্র দাস, আলী আকবর, মাহফুজ আহমেদ প্রমুখ।