গাজীপুরে অটো ছিনতাইয়ের পর ঝামেলা ভেবে চালক হত্যা, গ্রেফতার ৫

আলোকিত প্রতিবেদক : গাজীপুরে অটোরিকশা ছিনতাইয়ের পর চালককে হত্যার ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।

তারা হলেন কুমিল্লার মুরাদনগরের লক্ষীপুর গুচ্ছগ্রাম এলাকার খোরশেদ আলমের ছেলে আলমগীর (৩০), পাবনার আতাইকুলার বাউখোলা ঘোনাপাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে শামসুল (৩২), বরিশালের উজিরপুরের বড়তা এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে হাফিজুর রহমান ওরফে টুকু (৩৬), একই উপজেলার গাববাড়ী এলাকার হাকিম সরদারের ছেলে আল মামুন ওরফে আল-আমিন (৩৫) ও নেত্রকোনার কেন্দুয়ার পালোরা এলাকার মৃত আবদুর রশিদের ছেলে রফিকুল ইসলাম (৩৪)।

বুধবার বিকেলে এক প্রেস ব্রিফিংয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার ইলতুৎমিশ এ তথ্য জানান।

ব্রিফিংয়ে বলা হয়, গত ৯ ফেব্রুয়ারি রাতে ছিনতাইকারীরা ঝালমুড়ি বিক্রেতা সেজে সালনা এলাকায় অটোচালক হুমায়ুন কবিরকে ঝালমুড়ির সাথে ঘুমের ওষুধ খাওয়ায়। পরে তার অটো নিয়ে কোনাবাড়ি ফ্লাইওভারের কাছে গেলে হুমায়ুন অচেতন হয়ে পড়েন।

এক পর্যায়ে ছিনতাইকারীরা তাকে কাশিমপুর থানার লোহাকৈর মাজার রোডে নামিয়ে অটো নিয়ে জিরানী এলাকায় চলে যায়। সেখানে অটো রেখে রাত ১২টার দিকে তারা হুমায়ুনের অবস্থা দেখতে আসে।

তখন হুমায়ুন চায়ের দোকানের সামনে সিগারেট টানছিলেন। পরে ঝামেলা হতে পারে ভেবে দোকান বন্ধ হলে তাকে পুকুরপাড়ে নিয়ে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দেয়।

১২ ফেব্রুয়ারি হুমায়ুনের লাশ ভেসে উঠলে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন এলাকা থেকে লুণ্ঠিত অটোসহ জড়িতদের গ্রেফতার করা হয়।

নিহত হুমায়ুন নগরীর দেশীপাড়া এলাকায় ভাড়া থাকতেন। তিনি রংপুর সদরের কাটাবাড়ী এলাকার মৃত রুস্তম আলীর ছেলে।

ব্রিফিংয়ে আরও বলা হয়, গ্রেফতারকৃত আলমগীর কোনাবাড়ি থানার আমবাগ এলাকায় থাকেন। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

আরও খবর