বঙ্গোপসাগর থেকে ১৮ জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমার
আলোকিত প্রতিবেদক : কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপ এলাকার বঙ্গোপসাগর থেকে ১৮ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী।
মঙ্গলবার বিকলে তাদেরকে নিয়ে যাওয়ার পর বুধবার সন্ধ্যা পর্যন্ত ফেরত দেয়নি।
আটক জেলেদের মধ্যে আছেন শাহপরীর দ্বীপের জালিয়াপাড়া এলাকার জসিম, সাইফুল, তাহের, ইসমাইল, ইসহাক, আবদুর রহমান, কালাম, হোসেন, হাসমত, আকবর, রফিক, সাব্বির, হেলাল, রেজাউল, রমজান ও জামাল।
সাবরাং ইউপি মেম্বার আবদুস সালাম জানান, জেলেরা সাগরে মাছ শিকার শেষে ফেরার পথে বিজিপি চারটি নৌকাসহ ধরে নিয়ে গেছে। ঘটনাটি উপজেলা প্রশাসন ও বিজিবিকে জানানো হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজ চৌধুরী বলেন, ১৮ বাংলাদেশিকে ধরে নিয়ে যাওয়ার বিষয়টি শুনেছি। বিস্তারিত খোঁজ নেওয়া হচ্ছে।
টেকনাক ২ বিজিবির অধিনায়ক কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, ওই ঘটনায় বিজিপিকে চিঠি দেওয়া হয়েছে। এখনো সাড়া দেয়নি।