সিলেটে অর্থমন্ত্রীর অনুষ্ঠানের পাশে বস্তায় ২৩ রামদা!

আলোকিত প্রতিবেদক : সিলেটে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সংবর্ধনা অনুষ্ঠানের পাশ থেকে রামদা ও লোহার রড উদ্ধার করেছে পুলিশ।

শনিবার বিকেলে নগরীর রিকাবীবাজারস্থ জেলা স্টেডিয়ামের সামনে থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল আহমদ সাংবাদিকদের জানান, স্টেডিয়ামের ৩ নং গেটের সামনে দাঁড়িয়ে থাকা অটোরিকশাতে একটি বস্তা দেখে পুলিশের সন্দেহ হয়। পরে তল্লাশি করে ২৩টি রামদা ও সাতটি লোহার রড পাওয়া যায়।

অস্ত্র উদ্ধারের সময় স্টেডিয়ামের পাশে কবি নজরুল অডিটরিয়ামে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সংবর্ধনা অনুষ্ঠান চলছিল।

অর্থমন্ত্রী স্বাধীনতা পদক পাওয়ায় সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ অনুষ্ঠানটির আয়োজন করে।

আরও খবর