বনানী থানার ওসি দেশের জন্য প্রাণ দিয়েছেন : কমিশনার

আলোকিত প্রতিবেদক : ঢাকা মহানগর পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন, রাজধানীর গুলশানে স্প্যানিশ রেস্তোরাঁয় হামলার ঘটনায় পুলিশ জীবন বাজি রেখে প্রতিরোধ গড়ে তুলেছে। তাদের প্রতিরোধের কারণে হামলাকারীরা ওই জায়গা থেকে বের হতে পারেনি।

তিনি অভিযোগ করেন, জাফরুল্লাহ চৌধুরী (গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা) প্রশ্ন তুলেছেন যে বনানী থানার ওসি কেন গুলশান এলাকায় গেছেন? এ ঘটনার পরপরই আমি আমার সব কর্মকর্তাদের নির্দেশ দিয়েছিলাম ঘটনাস্থলে যেতে। বনানী থানার ওসি সালাউদ্দিনও সে কারণেই গিয়েছিলেন।

কমিশনার বলেন, বনানী থানার ওসি দেশের জন্য প্রাণ দিয়েছেন। জাফরুল্লাহ চৌধুরীর বক্তব্যকে আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি। তার এই বক্তব্য উদ্দেশ্যপূর্ণ ও সন্ত্রাসীদের মদদ দেওয়ার শামিল।

শনিবার রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।