বায়ু দূষণে বছরে মারা যাচ্ছে ৫৫ লাখ মানুষ

ডেস্ক নিউজ : বিশ্বে বায়ু দূষণ দিন দিন বাড়ছে।

নতুন এক গবেষণা বলছে, বায়ু দূষণের কারণে প্রতি বছর ৫৫ লাখেরও বেশি মানুষ মারা যাচ্ছে।

এই দূষণে চীন ও ভারতে মৃত্যুর হার সবচেয়ে বেশি।

এতে চীনে বছরে প্রায় ১৬ লাখ ও ভারতে বছরে প্রায় ১৩ লাখ মানুষ মারা যায়।

বিবিসির খবরে বলা হয়, ওই গবেষণা প্রতিবেদনটি তৈরি করেছে ‘গ্লোবাল বার্ডেন অব ডিজিজ প্রজেক্ট’।

প্রতিবেদনে বলা হয়েছে, বায়ু দূষণের মূল কারণ হল বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, শিল্প কারখানা, যানবাহন, পোড়ানো কয়লা ও কাঠের ধোঁয়া।

গবেষক ড্যান গ্রিন বাম বলেন, বাতাসে ক্ষুদ্র কণার পরিমাণ ২৫ থেকে ৩৫ মাইক্রোগ্রামের বেশি হওয়াই বায়ু দূষণ।

এই কণা শরীরে ঢুকলে হৃদরোগের ঝুঁকি, স্ট্রোক, শ্বাস-প্রশ্বাস যন্ত্রের ঝুঁকিসহ ক্যানসারের ঝুঁকিও বাড়াতে পারে।

আরও খবর