কালিয়াকৈরে বিজ্ঞানী মেঘনাদ সাহার স্মরণসভা

আলোকিত প্রতিবেদক : গাজীপুরের কালিয়াকৈরে এই প্রথমবারের মত উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ জ্যোর্তিবিজ্ঞানী ড. মেঘনাদ সাহার স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার হরিণহাটি এলাকার উজ্জল ক্যাডেট হাই স্কুল এ সভার আয়োজন করে।

এতে সভাপতিত্ব করেন স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. উজ্জল হোসেন।

সভার শুরুতে উপস্থিত সবাই মেঘনাদ সাহার সম্মানে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন।

পরে শিক্ষকরা ছাত্র-ছাত্রীদের মাঝে বিজ্ঞানীর জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন।

মেঘনাদ সাহা ১৮৯৩ সালের ৬ অক্টোবর কালিয়াকৈর উপজেলার শেওড়াতলী গ্রামের এক দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন।

প্রচন্ড ঝড়-বৃষ্টির দিনে তার জন্ম হয় বলে প্রথমে নাম রাখা হয় মেঘনাথ। পরে তা একটু বদল করে হয় মেঘনাদ।

জগন্নাথ সাহা ও ভুবনেশ্বরী সাহার পঞ্চম সন্তান মেঘনাদ সাহা।

১৯৫৬ সালের ১৬ ফেব্রুয়ারি কলকাতা থেকে নয়াদিল্লির পার্লামেন্ট ভবনে যাওয়ার পথে মস্তিষ্কের রক্তক্ষরণে তিনি পরলোকগমন করেন।

আরও খবর