শ্রীপুরে ভ্রাম্যমাণ আদালতের ওপর ব্যবসায়ীদের হামলা, আহত ৪
সাদেক মিয়া, শ্রীপুর : গাজীপুরের শ্রীপুরে ভ্রাম্যমাণ আদালতের ওপর একদল ব্যবসায়ী হামলা চালিয়েছেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার বরমী বাজার এলাকার পল্টন মোড়ে এ ঘটনা ঘটে।
এতে ভূমি অফিসের কর্মচারী মঞ্জুরুল ইসলাম, নাজমুল ইসলাম, রোকনুজ্জামান ও গাড়িচালক মামুন হোসেন আহত হয়েছেন।
এ ঘটনায় বরমীর পাঠানটেক এলাকার মৃত আবদুল্লাহ আল বাকীর ছেলে নাঈম সরকারকে (২২) আটক করে সাত দিনের কারাদণ্ড দিয়েছেন আদালত।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) উজ্জল কুমার হালদার জানান, তিনি জেলা পাট পরিদর্শক ফাইজুল্লাহকে নিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় জামান এন্ড ব্রাদার্সের মালিক জামান ভূঁইয়া, আবদুস সালাম ও চাল ব্যবসায়ী আবদুল ওয়াহিদের নেতৃত্বে হামলা চালানো হয়।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খোন্দকার ইমাম হোসেন জানান, দণ্ডপ্রাপ্ত নাঈমকে আদালতে পাঠানো হবে। অভিযুক্ত অন্যদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।