খাগড়াছড়িতে বঙ্গবন্ধুর জন্মদিনে পাল্টাপাল্টি কর্মসূচি : দা-লাঠি উদ্ধার : গ্রেফতার ১
আলোকিত প্রতিবেদক : খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগ বঙ্গবন্ধুর জন্মদিন পালন উপলক্ষে পাল্টাপাল্টি কর্মসূচি দেয়।
কর্মসূচি চলাকালে পুলিশ দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটাসহ লিয়াকত আলী নামে একজনকে গ্রেফতার করেছে।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সামসুদ্দিন ভূইয়া সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার সকাল ১১টার দিকে জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা এবং সাধারণ সম্পাদক জাহেদুল আলমের অনুসারীরা পৃথকভাবে টাউন হলের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় গোপন সূত্রে খবর পেয়ে টাউন হলের সামনে দাঁড়িয়ে থাকা একটি চান্দের গাড়ি থেকে ২১টি দা ও একটি রামদাসহ শতাধিক লাঠি উদ্ধার করা হয়।
দলীয় সূত্র জানায়, গত পৌর নির্বাচনে মেয়র প্রার্থী নিয়ে জেলা আওয়ামী লীগ দুই গ্রুপে বিভক্ত হয়ে পড়ে। তারা একাধিকবার সংঘাতেও জড়ায়।