গাজীপুর সিটি মেয়র মান্নান ও তার ভাইসহ ১০ জন কারাগারে

আলোকিত প্রতিবেদক : গাজীপুর সিটি করপোরেশনের মেয়র এম এ মান্নানসহ ১০ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

শনিবার বিকেলে গাজীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২-এর বিচারক ইকবাল মাসুদ তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর মধ্যে মেয়র মান্নানকে কাশিমপুর কারাগারে ও অন্যদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।

শুক্রবার বিকেলে ঢাকায় যাওয়ার পথে কালিয়াকৈরের ভান্নারা থেকে মেয়র মান্নানকে গ্রেফতার করে ডিবি পুলিশ।

পরে তাকে মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় কেপি পরিবহনের একটি বাস পোড়ানোর মামলায় গ্রেফতার দেখানো হয়।

ওই মামলায় মেয়র মান্নানসহ ৪০ জনকে আসামি করা হয়েছে।

এর মধ্যে বিএনপিপন্থী ওয়ার্ড কাউন্সিলর ১১ জন।

গ্রেফতার অপর নয়জন হলেন : মেয়র মান্নানের ভাই আবদুল কাদির, কাউলতিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবদুল খালেক ডিলার, রফিজ উদ্দিন, শাহীন আলম, হাবিবুল্লাহ, এস এম ওয়াসিম, সব্দুল আলী, আলম ও গাড়িচালক মিজানুর রহমান।

আরও খবর