গাজীপুরে পুলিশের অনুষ্ঠানে বেলুন বিস্ফোরণ, তদন্তে কমিটি

আলোকিত প্রতিবেদক : গাজীপুর মেট্রোপলিটন পুলিশের চার বছর পূর্তি অনুষ্ঠানে বেলুন বিস্ফোরণে কৌতুক অভিনেতা আবু হেনা রনিসহ পাঁচজন দগ্ধের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

জিএমপির উপ-কমিশনার (অপরাধ) আবু তোরাব মো. শামছুর রহমানকে প্রধান করে চার সদস্যের কমিটি গঠন করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন অতিরিক্ত উপ-কমিশনার রেজওয়ান আহমেদ, সহকারী কমিশনার ফাহিম আসজাদ ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম।

শনিবার সহকারী কমিশনার (মিডিয়া) আবু সায়েম নয়ন এ তথ্য জানান।

এর আগে শুক্রবার সন্ধ্যায় জেলা পুলিশ লাইনস মাঠে আয়োজিত অনুষ্ঠানে গ্যাস বেলুন বিস্ফোরণের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মঞ্চে তার হাতে কয়েকটি বেলুন দেওয়া হয়। কিন্তু বারবার চেষ্টা করলেও বেলুনগুলো ওড়েনি। পরে তিনি পায়রা উড়িয়ে উদ্বোধন করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী চলে যাওয়ার পর বেলুন বিক্রেতাকে ডেকে বকাঝকা করা হয়। পরে বিক্রেতা আগুন দিয়ে বেলুনগুলো ওড়ানোর চেষ্টা করলে বিস্ফোরণ ঘটে।

এতে অভিনেতা রনি, কনস্টেবল মোশারফ হোসেন, জিল্লুর রহমান, ইমরান হোসেন ও রুবেল হোসেন দগ্ধ হন।

পরে তাদেরকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানো হয়।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন এস এম আইউব হোসেন জানান, রনির শরীরের ২৫ শতাংশ ও জিল্লুর রহমানের ১৯ শতাংশ দগ্ধ হয়েছে। তারা এখনো শঙ্কামুক্ত নন।

আরও খবর