বিনা বিচারে ৫ ও ১০ বছর ধরে আটক বন্দীদের তথ্য জানাতে চিঠি

আলোকিত প্রতিবেদক : দেশের ৬৮টি কারাগারে ৫ ও ১০ বছরের বেশি সময় ধরে বিনা বিচারে আটক বন্দীদের তালিকা চেয়ে চিঠি পাঠিয়েছে সুপ্রিম কোর্টের লিগ্যাল এইড অফিস।

বুধবার কারাগারগুলোর জেল সুপার বরাবর এ চিঠি পাঠানো হয়।

লিগ্যাল এইড অফিসের কর্মকর্তা রিপন পল বিষয়টি সাংবাদিকদের জানান।

এ ছাড়া দরিদ্র ও অসহায় মানুষকে বিনা টাকায় আইনি সেবা প্রদানের বিষয়ে জানাতে দেশের সব জামে মসজিদে তথ্য পাঠাতে অনুরোধ জানিয়ে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক বরাবর চিঠি দিয়েছে লিগ্যাল এইড অফিস।

জেল সুপার বরাবর পাঠানো চিঠিতে বলা হয়, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যম সূত্রে দেশের কয়েকটি কারাগারে বিভিন্ন ধরনের ফৌজদারি অপরাধে বিনা বিচারে দীর্ঘ সময় ধরে আটক থাকার খবর দৃষ্টিগোচর হয়েছে। নিম্ন আদালতে বিচারের জন্য প্রস্তুত হওয়া এসব মামলা সাক্ষ্য গ্রহণসহ নানা কারণে দীর্ঘদিন ধরে অনিষ্পত্তি অবস্থায় রয়েছে। ফলে কার্যত সাজা হওয়ার আগেই আটক বন্দী দীর্ঘদিন ধরে কারাভোগ করছেন।