শ্রীপুরের গোসিংগা ইউনিয়নে রাজাকার বেশি, ভাংনাহাটিতে ৬২

নিজস্ব প্রতিবেদক, শ্রীপুর : গাজীপুরের শ্রীপুরের গোসিংগা ইউনিয়নে রাজাকারের সংখ্যা সবচেয়ে বেশি। ইউনিয়নটিতে মোট মুক্তিযোদ্ধা ৮৩ জন ও রাজাকার ৮৪ জন।

মুক্তিযুদ্ধের সময় সাতখামাইর এলাকায় ১৮ জন রাজাকারকে অস্ত্রসহ আটক করা হয়। সেখানে গোসিংগা ইউনিয়নের রাজাকার ছিল ১৭ জন।

বৃহস্পতিবার বিকেলে শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারি কলেজ মিলনায়তনে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মহান বিজয় দিবসের অনুষ্ঠানে জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আ জ ম এনামুল হক এসব তথ্য জানান।

তিনি বলেন, শ্রীপুরে রাজাকার কারা, তা আমরা জানি। বলার সাহসও আছে, কিন্তু পারি না। কবি যেমন তার লেখায় ভাব প্রকাশ করেন, আমরাও তেমনই লিখে হলেও রাজাকারের তালিকা প্রকাশ করব।

বীর মুক্তিযোদ্ধা এনামুল হক বলেন, রাজাকারের সংখ্যা বিবেচনায় শ্রীপুর পৌরসভা দ্বিতীয় স্থানে রয়েছে। ভাংনাহাটিতে রাজাকার ছিল ৬২ জন।

তিনি আরও বলেন, রাষ্ট্রের বড় রাজনৈতিক দল আওয়ামী লীগে কিছু কিছু রাজাকার প্রবেশ করে আন্তর্জাতিক চক্রান্ত সৃষ্টি করে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছে। রাজাকারদের তালিকা প্রকাশ করা হলে তাদের মুখোশ উম্মোচন হবে।

অনুষ্ঠানে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নূরুন্নবী আকন্দের সভাপতিত্বে ও শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক সেলিম মোল্লার সঞ্চালনায় বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক হাবিবুর রহমান মৃধা, এম এন হুমায়ূন কবীর, আবদুল হান্নান, তায়েব হোসেন, প্রভাষক আবু বকর সিদ্দিক আকন্দ প্রমুখ।

আরও খবর