গাজীপুরে আগুনে পুড়ে ও বাসচাপায় ৬ জন নিহত
আলোকিত প্রতিবেদক : গাজীপুরে আগুনে পুড়ে স্বামী-স্ত্রীর ও সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন।
শনিবার সকাল ছয়টার দিকে নগরীর কোনাবাড়ী থানার জরুন এলাকার শুক্কুর সিকদারের বাড়িতে অগ্নিকাণ্ড ঘটে।
এতে সুফিয়ান রহমান (৪০) ও তার স্ত্রী নাসরিন আক্তার (৩৬) নিহত হন। সুফিয়ান নীলফামারীর ডিমলা উপজেলার ভাঙ্গারহাট এলাকার মোহাম্মদ আলীর ছেলে।
তিনি একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের রাজমিস্ত্রি ছিলেন। আর নাসরিন পোশাক কারখানায় চাকরি করতেন।
কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম আশরাফ উদ্দিন জানান, ওই দম্পতি বাড়ির নিচ তলায় ভাড়া থাকতেন। বাসা থেকে ধোঁয়া বের হতে দেখে লোকজন দরজা ভেঙে খাটের ওপরে স্ত্রীর ও ফ্লোরে স্বামীর লাশ দেখতে পান। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
এদিকে নগরীর টেকনগপাড়া ও নাওজোড় এলাকায় শুক্রবার সন্ধ্যা ও রাতে সড়ক দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, এবিসি কনস্ট্রাকশনের দুই কর্মী চান্দনা চৌরাস্তা থেকে মোটরসাইকেলে করে ময়মনসিংহের গ্রামের বাড়িতে যাচ্ছিলেন। টেকনগপাড়ায় শ্যামলী পরিবহনের একটি বাসের সাথে সংঘর্ষে তারা ঘটনাস্থলেই মারা যান।
নিহতরা হলেন নান্দাইলের কাকুরিয়া এলাকার আবদুস সালামের ছেলে জাকির হোসেন (২৩) ও গৌরীপুরের অচিন্তপুর এলাকার আবু হানিফের ছেলে আবু তায়েব মুন (২৫)।
এ ছাড়া দুই পোশাক শ্রমিক ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাওজোড় থেকে অটোরিকশায় করে ভোগড়ার দিকে যাচ্ছিলেন। একটি বাস পেছন থেকে চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
নিহতরা হলেন নওগাঁর মহাদেবপুর উপজেলার বাঘদানা এলাকার মোশারফ হোসেনের ছেলে রিসান (২৩) ও মইন উদ্দিনের ছেলে জাকারিয়া (২২)। তারা সম্পর্কে চাচাতো ভাই।
বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মালেক খসরু জানান, দুটি ঘটনায় নিহতের স্বজনরা দুটি মামলা করেছেন। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।