গাজীপুরে অধ্যাপক সাঈদাকে হত্যা করে ব্যাগে ১০ হাজার টাকা পান আনারুল
আলোকিত প্রতিবেদক : গাজীপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক সাঈদা গাফফারকে হত্যার কথা স্বীকার করেছেন নির্মাণ শ্রমিক আনারুল ইসলাম।
মঙ্গলবার তিনি গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিয়াজ মাখদুমের আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন।
মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (অপরাধ) জাকির হাসান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, আনারুল গত ১১ জানুয়ারি আবাসন প্রকল্পে সাঈদা গাফফারের মুখ চেপে ধরে ও গলায় চাদর পেঁচিয়ে হত্যা করেন। পরে ব্যাগে থাকা ১০ হাজার টাকা, দুটি মোবাইল ও চাবি নিয়ে ফ্ল্যাটে যান।
সেখানে আলমারি খুলে মূল্যবান কিছু না পেয়ে গাইবান্ধায় শ্বশুরবাড়িতে চলে যান। তিনি সাদুল্লাপুর উপজেলার বুর্জুগ জামালপুর এলাকার আনসার আলীর ছেলে।
অধ্যাপক সাঈদা গাফফার নগরীর কাশিমপুর থানার দক্ষিণ পানিশাইল এলাকার মৃধাবাড়িতে ভাড়া থাকতেন। এর কাছেই তার বাড়ির নির্মাণ কাজ চলছিল।