চট্টগ্রামে বঙ্গবন্ধুর ছবি বিকৃতি : লতিফের পক্ষ নিলেন ৭ সাংসদ!
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি বিকৃতির অভিযোগে সরকার দলীয় সাংসদ এম এ লতিফের বিরুদ্ধে ইতিপূর্বে মামলা হয়েছে।
এ নিয়ে এখন দুই পক্ষ পাল্টাপাল্টি অবস্থান নিয়েছে।
বুধবার এক প্রেস বিজ্ঞপ্তি দিয়ে লতিফের পক্ষ নিয়েছেন সাতজন সাংসদ।
তারা হলেন : চট্টগ্রাম-১০ আসনের ডা. আফছারুল আমীন, চট্টগ্রাম-৬ আসনের এ বি এম ফজলে করিম চৌধুরী, চট্টগ্রাম-১২ আসনের শামসুল হক চৌধুরী, চট্টগ্রাম-১৪ আসনের নজরুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম-১৬ আসনের মোস্তাফিজুর রহমান চৌধুরী, চট্টগ্রাম-৪ আসনের দিদারুল আলম ও চট্টগ্রাম-৩ আসনের মাহফুজুর রহমান।
তারা দাবি করছেন, সাংসদ লতিফের বিরুদ্ধে বঙ্গবন্ধুর ছবি বিকৃতির যে অভিযোগ তোলা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা।
একই সাথে লালদীঘি ময়দানে নগর আওয়ামী লীগের প্রভাবশালী নেতা মহিউদ্দিন চৌধুরীর প্রাণনাশমূলক বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তারা।