অস্ট্রেলিয়ায় বাড়িঘরে ঢুকে পড়ছে আজব ঘাস!

ডেস্ক নিউজ : অস্ট্রেলিয়ায় দ্রুত বর্ধনশীল এক ধরনের ঘাস ছড়িয়ে পড়েছে।

এটি বাড়িঘরের আনাচে-কানাচে ঢুকে লোকজনের চলাচলে ব্যাঘাত সৃষ্টি করছে।

বিবিসির খবরে বলা হয়, ওই ঘাসের নাম ‘টাম্বলওয়েড’। এটি খুব দ্রুত বাড়ে।

ভিক্টোরিয়া শহরের ওয়াংগাটা অঞ্চলের বাড়িঘরে ঘাসটি ঢুকে পড়ছে।

বাসিন্দারা কয়েক ঘণ্টা পরিশ্রম করে ঘাসগুলো সরিয়ে দিলেও তা আবার বেড়ে উঠছে।

বাসিন্দারা বলছেন, এটি শারীরিক ও মানসিকভাবে ভীতিকর।

এ ছাড়া গবাদি পশু ঘাসটি অতিরিক্ত পরিমাণে খেলে ‘ইয়েলো বিগ হ্যাড’ নামক রোগ হতে পারে বলে স্থানীয় পশুচিকিৎসক জানান।

এদিকে ঘাসগুলো সরাতে কর্তৃপক্ষও হিমশিম খাচ্ছে। কারণ আগুন দিলেও তাতে আগুন ধরছে না।

আরও খবর